বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
প্রকাশিত : ০৯:৫৮, ১৬ জানুয়ারি ২০২৫
গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। ছুরি দিয়ে তার শরীরে কয়েকটি আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের এই অভিনেতাকে।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে এ ঘটনা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সেসময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন।
জানা যায়, চুরি করার জন্য সাইফের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা একাধিকবার তার ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসারত আছেন।
তবে আপাতত সাইফ বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
লীলাবতী হাসপাতালের সিওও ডা. নিরাজ উত্তমানি বলেন, ‘ভোররাত সাড়ে তিনটার দিকে সাইফকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।’
এদিকে, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের সাইফের ওপর হামলা চালালো সেটির সন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা, ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
ইদানিং বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে এমনিতেই একটা ভীতির পরিবেশ রয়েছে। সালমান খান লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাচ্ছেন। তার ফ্ল্যাটের বাইরে গুলিও চলেছে। শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার সাইফের বাড়িতে ঢুকে তার উপর হামলার ঘটনা ঘটলো।
এসব ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত বলিউড।
এএইচ